বারহাট্টায় সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

7

নেত্রকোনার বারহাট্টায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বারহাট্টা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি হয়।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান, যাতে সংবাদকর্মীরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধনে বক্তব্য দেন—বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু ও প্রেস ক্লাবের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here