
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় মোট ৪২টি পূজা মণ্ডপে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি চলছে নানা আয়োজনে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে দেখা যায়, কেন্দুয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা দূর্গা মন্দির ও কান্দিউড়া সাহাপাড়া দূর্গা মন্দিরসহ পূজামণ্ডপগুলোতে পুরোদমে চলছে এই প্রস্তুতি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৪২টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ৬টি পূজা মণ্ডপ বেশি স্থাপন করা হয়েছে ।
ইতোমধ্যে প্রতিমা নির্মাণ শেষ, রং এর কাজ বাকী, চলছে তোরণ নির্মাণের কাজও। এবারে কেন্দুয়া উপজেলায় ৪২ টি পূজা মন্ডপের মধ্যে পৌরসভায় ৩টি,আশুলিয়া ইউনিয়নে ৬টি,দলপা ইউনিয়নে ২টি,গরাডোবা ইউনিয়নে ২টি গন্ডা ইউনিয়নে ১টি, সান্দিকণা ইউনিয়নে ২টি, মাসকা ইউনিয়নে ১টি, বলাই শিমুল ইউনিয়নে ২টি, নওপাড়া ইউনিয়নে ৬টি, কান্দি উড়া ইউনিয়নে ১টি, চিরাং ইউনিয়নে ৫টি, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে ৬টি,পাইকুড়া ইউনিয়নে ৪টি ও মোজাফরপুর ইউনিয়নে ১টি পূজা মন্ডপ রয়েছে।
কেন্দুয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পূজার সব রকম প্রস্তুতি চলছে। সবকিছু মিলিয়ে ভাতৃত্ব ও পরলৌকিক মঙ্গলের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্য মেতে উঠবে। উপজেলার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি বিট পুলিশের সদস্যরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও গ্রাম পুলিশ সদস্যরা ও প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তায় জোরদার রয়েছে।