নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ী আটক

6

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৯ কেজি গাঁজা ও বহনকারী মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দী গ্রামের নুরু মৃধার পুত্র মহন মৃধা (৩৬) ও একই গ্রামের ছাত্তার চোকদারের পুত্র অপু চোকদার (৩২)।

শনিবার দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন আওরঙ্গজেব জয়ের নেতৃত্বে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম ৮ আগষ্ট দিবাগত রাত নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফঁচিকা বাজারে চেকপোস্ট বাসায়।

এসময় সন্দেহ ভাজন একটি নোয়াহ্ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক ব্যবসা ও পাচার কাজে জড়িত মাইক্রোবাসসহ ওই দুই কারবারিকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here