একটু এদিক-সেদিক হলেই উল্টে যায় যানবাহন!

7
নেত্রকোনার দুর্গাপুরে সড়কের ২০ ফুটের একটি অংশে বড় গর্ত তৈরি হয়ে যানবাহন উল্টে যাওয়া ও পথচারী আহতের ঘটনা ঘটছে প্রতিদিনই। কয়েকদিন আগেও ছোট ছিল গর্তটি, কিন্তু মেরামত না করায় তা বড় আকার ধারণ করেছে। বৃষ্টির পানিতে জমে থাকা কাদা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে।

দুর্গাপুর-কলমাকান্দা সড়কের চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা এলাকায় এই গর্তে প্রতিদিনই ইজিবাইক, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন আটকে যাচ্ছে বা উল্টে পড়ছে।

এতে যাত্রী ও পথচারীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা জানান, গত ৫-৬ দিন ধরে এই অবস্থা চললেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, “একটু এদিক-সেদিক হলেই গাড়ি উল্টে যাচ্ছে। কেউ কেউ আহত হচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।

ইজিবাইক চালকরা জানান, গর্তের কারণে যাত্রী নামিয়ে দিয়ে ওপারে গিয়ে আবার তুলতে হচ্ছে, এতে সময় ও অর্থ—দুটোই নষ্ট হচ্ছে। কেউ কেউ গাড়ি উল্টে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জরিমানা গুনতে হচ্ছে।

পথচারী হেলিম মিয়া বলেন, “আজ আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, একটি গাড়ি গর্তে আটকে যাওয়ায় পুরো রাস্তা বন্ধ। আমাদের এই দুর্ভোগ কি সংশ্লিষ্টদের নজরে পড়ে না?”

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি জেনে জেলা অফিসে জানিয়েছি।

দ্রুত মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, আশ্বাস নয়—অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সড়ক মেরামত করে দুর্ভোগের অবসান ঘটাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here