
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় অন্তরা (১৩) নামে এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ১৪নং মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের শ্বৌপাড়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, অন্তরার বাবার নাম মো. গেনু মিয়া। তাঁর বসতঘরের ধন্যার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
নিহতের বাবা গেনু মিয়া কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ বরাবর এক লিখিত বক্তব্যে জানান, আমার মেয়ে অন্তরা (১৩) ভারসাম্যহীন ছিলো। সে মানুষের সাথে কথা বলতো কম।
স্থানীয় ইউপি সদস্য মোসাঃ পারভীন আক্তার মুঠোফোনে জানান, গেনু মিয়া খুব সহজ সরল ও বোকাসোকা মানুষ। তাঁর ছেলে-মেয়েরাও ভীষণ বোকাসোকা। বলা যায় যে, পারিবারিকভাবেই প্রায় তাঁরা সবাই কিছুটা মানসিক ভারসাম্যহীন।
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. বাবুল মিয়া মুঠোফোনে জানান, পরিবারের লোকজন ও প্রতিবেশীদের ভাষ্যমতে নিহত অন্তরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মৃতদেহ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।