নেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

9

নেত্রকোণায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২১ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্মবিষয়ক সম্পাদক পঙ্কজ কান্তি সরকার এবং ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ।

জানা যায়, নেত্রকোণা সদর মডেল থানার ওসি কাজি শাহনেওয়াজের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের পারলা এবং মইনপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্মবিষয়ক সম্পাদক পঙ্কজ কান্তি সরকার ও ছাত্রলীগ কর্মী রাজু আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here