ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসি প্রস্তুত, অপেক্ষা শুধু সময় ঘোষণার

8
নির্বাচনের তফসিল ঘোষণা এখনও বাকি, কিন্তু নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে পুরো দমে। ভোটার তালিকা হালনাগাদ, আসন সীমানা নির্ধারণ, মালামাল ক্রয়, ভোটকেন্দ্র সংস্কার, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন—সব প্রক্রিয়াই এখন অগ্রগতির পথে।
ইসির অতিরিক্ত সচিব জানিয়েছেন, নির্বাচনী আইন সংশোধনসহ সব প্রস্তুতি এখন সময়মতো তফসিল ঘোষণার অপেক্ষায়। ইতোমধ্যে আচরণবিধির খসড়া চূড়ান্ত হয়েছে, পোস্টার বন্ধসহ পরিবেশবান্ধব প্রচারপদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন হতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নির্বাচনের চূড়ান্ত সময় ঘোষণার আগে ইসি তার দায়িত্বশীল প্রস্তুতি দেখিয়ে দিচ্ছে—গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার সংকল্পে তারা প্রস্তুত। এখন প্রশ্ন, রাজনৈতিক দলগুলিও কি প্রস্তুত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here