বাবার সম্পত্তি ফেরত চাওয়ায় জবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি

8

‎নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুবা তাবাসসুম তালহার পারিবারিক জমি ও দোকানঘর দীর্ঘ ১০ বছর ধরে চাচারা জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছেও একটি অভিযোগ জমা দিয়েছেন।



‎তুবার অভিযোগ, তার বাবা মৃত মজির উদ্দিনের নামে থাকা জমি ও দোকানঘর পূর্বধলার দেওটুকোণা গ্রামে তার চাচারা দীর্ঘ ১০ বছর ধরে দখল করে রেখেছেন। উল্লেখযোগ্য, সম্পত্তিগুলো তার মা বৈধভাবে সাব-কাওলা দলিলের মাধ্যমে কিনেছিলেন।

‎গত ৭ জুন তুবা তার চাচার কাছে জমির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চাচারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাঁশের লাঠি হাতে প্রাণনাশের হুমকি দেন। এ সময় অভিযুক্তরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তুই অথবা তোর মা জমিতে গেলে জানে মেরে ফেলব।’ এরপর থেকে তুবা ও তার মা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

‎অন্যদিকে, অভিযুক্ত মেহেদী হাসান বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঈদের দিন তুবা তাদের বাড়িতে গেলে তারা যথেষ্ট স্নেহ প্রদর্শন করেন। তিনি আরও অভিযোগ করেন, ‘মোজো’ পানীয় নিয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে তুবা নাটক করছেন। মেহেদীর দাবি, তাদের বাবা তুবার পরিবারের জন্য জমি লিখে দিয়েছেন এবং তুবা ও তার মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরি করছেন।

‎তিনি আরও জানান, আলোচনার জন্য তারা বৈঠকে অংশ নিতে রাজি ছিলেন, তবে তুবারাই উপস্থিত হননি এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সামনে অপমান করেছেন তাদের।

‎এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি। স্থানীয় প্রশাসনের ডিসি ও এসপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এছাড়াও পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিতোশ জানান, তারা অভিযোগ পেয়েছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি। তুবা প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসতে চেয়েছিলেন, কিন্তু তার চাচারা তাতে রাজি হননি। মামলা হলে তারা বিষয়টি নিয়ে কার্যকরভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here