Home অন্যান্য ধর্ম কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

3

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৫ ইং (হিজরি ১৪৪৭) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ মাওলানা মো. আবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইফুল ওয়াসিমা নাহাত।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহম্মদ শফি এবং কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।

অনুষ্ঠানে আলোচনা করেন খতিব মাওলানা মো. আব্দুর রহিম ইমাম। দোয়া পরিচালনা করেন খতিব আবুল কাসেম।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ নেতা। তাঁর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখিরাতে মুক্তি এনে দিতে। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here