কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী (সাঃ) ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত মাওঃ শরীফুজ্জামান জিহাদীর সভাপতিত্বে সহ সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওঃ মুফতি শফিকুর রহমান ও হযরত মাওঃ হারুনুর রশিদ ফারুকী।
এ সময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি নুর হোসাইন নুরানী (মুন্সিগন্জ), হযরত মাওলানা রিদওয়ান রফিকী (গাজীপুর), হযরত মাওঃ আলী হাসান উসামা (রাজবাড়ী), হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ (নরসিংদী) প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে ইসলামি জীবনদর্শন ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বক্তারা তাদের বয়ানে বলেন, নবীজীর (সাঃ) জীবন হলো মানবতার জন্য শ্রেষ্ঠ উদাহরণ। তাঁর দেখানো পথে চললেই সমাজে শান্তি, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
সম্মেলনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।