নিউজ ডেস্ক : নেত্রকোনায় পল্লী বিদুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চার দফা দাবীতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্থের ঘটনায় গণছুটিতে কর্মকর্তা কর্মচারীরা।
ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার থেকে ৮০৯ জনের গণছুটিতে দেখা দিয়েছে নিরবিচ্ছিন্ন বিদুৎ বিপর্যয়।
এতে ভোগেিন্ততে জেলার গ্রাহকরা। বেশি বিপাকে মৎস্য চাষীরা। শনিবার দিনব্যপী বিদ্যুৎ না থাকায় জেলার পল্লী বিদুৎতের আওতাধীন বিভিন্ন গ্রামে দুভোর্গে সাধারণ মানুষ।
সাময়িকভাবে কোথাও কোথাও সমাধান হলেও কোথাও আবার চব্বিশ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পল্লীী বিদ্যুৎ এর সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ, নিপীড়ন এবং নিন্মমানের মালামাল থেকে মুক্তির (৪ দফা) দাবীতে দেশব্যাপী মানববন্ধন বিক্ষোভসহ নানা কর্মসূচী পালন করছে সমতির কর্মকর্তা কর্মচারীরা।
এই ধারবাহিকতায় গত ৫ দিন অবস্থান কর্মসূচি পালন করেন সমতির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু যৌক্তিক এই আন্দোলনে নেতৃত্ব দেয়ায় বেশকজনকে সাময়িক স্থায়ী বরখাস্থ করে কতৃপক্ষ।
চারজনকে সাময়িক ও দুইজনকে স্থায়ী বরখাস্থ করায় ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে গত বৃহস্পতিবার থেকে একযুগে ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী অনিদিষ্ট কালের ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেন।
ফলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থেকে এখন বিপর্যয়ে পড়েছেন গ্রাহকরা। যদিও ঠিকাদার দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রাখতে কাজ করছে কতৃপক্ষ। কিন্তু জেলার বারহাট্টা, দূর্গাপুর পূর্বধলা, মোহনগঞ্জ, আটপাড়াসহ বিভিন্ন উপজেলায় একাধিক গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে গ্রাহকরা।
বারট্টার বাট্টাপাড়া এলাকার সোহাগ মিয়া ও মো. আব্দুর রাজ্জাকসহ ওই এলাকার ভুক্তভোগীরা বলেন, বিদ্যুৎ ছাড়া দোকানপাটের ফ্রিজের জিনিস কেউ নিচ্ছেনা। শিশু বৃদ্ধ সকলেই কষ্টে। পুকুরে অক্সিজেন হচ্ছেনা। মাছ মরে ভেসে উঠছে। তবে অন্য জেলা থেকে লোকবল এনে সমাধানের চেষ্টা করছে জেলা প্রশাসন।
পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ আকরাম হোসেন বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমত ঝরবৃষ্টি নেই। ফলে তেমন কোন সমস্যা হচ্ছেনা। যেখানে খবর পাচ্ছি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঠিকাদারের মাধ্যমে সচল রাখতে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, সার্বক্ষণিক বিদ্যুৎ চলমান রাখতে আলোচনা করা হচ্ছে প্রতিনিয়ত। এদিকে সাধারণ গ্রাহক যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য আমরা বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ চলছে।
জানা গেছে, জেলার সাড়ে ৬ লাখ গ্রাহকের জন্য ২৬ টি অভিযোগ কেন্দ্রসহ ২০ টি সাব-স্টেশন ও ১২ টি জোনাল অফিস রয়েছে।