Thursday, July 31, 2025
spot_img
Home নেত্রকোণা বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

4

বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ অধিবেশনে আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বারহাট্টা পাবলিক লাইব্রেরিতে এই সাধারণ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

যুগান্তর ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার এবং বারহাট্টা প্রেসক্লাবের সম্মানিত সদস্য কামাল হোসেন দুই জনের নাম প্রস্তাব করলে বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল সমর্থন করলে উপস্থিত সদস্যগণ শামস উদ্দিন বাবুল কে সভাপতি ও আজিজুল হক ফারুক কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে আলোচনা হয়।

এর আগে বিগত আহ্বায়ক কমিটি ৬ মাসের হিসাব বুঝিয়ে দেন এবং গঠনতন্ত্র সংশোধনের জন্য যে তিন জনের কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি সংশোধনীয় গঠনতন্ত্রটি পাঠ করে শুনায়। পরে সবার সম্মতিতে তা গৃহীত হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। ৫ জনের কমিটিতে আহ্বায়ক ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি শামস উদ্দিন বাবুল ও যুগ্ম আহ্বায়ক ছিলেন মোফাজ্জল হোসেন খান।

সাধারণ অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ ও বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ কমল। এছাড়া নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও জননেত্র পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান খান, দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি আনিসুল আলম শামীম সহ বারহাট্টা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here