বারহাট্টায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

4

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে ও খেলার কথা বলে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে (১৬) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নেত্রকোনা সড়কের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার মেয়েটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ শিশু ধর্ষণের ঘটনায় রাতেই থানায় মামলা করেন ভিকটিমের বাবা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে প্রতিবেশী ওই কিশোর বিস্কুটের লোভ দেখানোসহ খেলার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।

এ সময় ওই কিশোরের ঘরে কেউ ছিল না। শিশুটি কান্নাকাটি করে রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মা ও পরিবারের লোকজনকে এ বিষয়ে জানায়।

পরিবারের লোকজন তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজহারুল আমিন বলেন, স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গ্রেফতার হওয়া কিশোরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here