নেত্রকোনায় শোবার ঘর থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

নেত্রকোনার দুর্গাপুরে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া দম্পতি হলেন সোহাগ মিয়া (২৩) ও ঝুমা আক্তার (১৯)। সোহাগ উপজেলার চকলেঙ্গরা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। আর ঝুমা আক্তার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। প্রায় তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। এ দম্পতির দুই বছরের একটি মেয়ে রয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটা থেকে দুইটার মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজ রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মনে হলো, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ দুটির সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে চূড়ান্তভাবে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here