মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেন মা। অভিযোগের পর মাদকাসক্ত মো. সজীব মিয়াকে (৩০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান পুলিশের সহযোগিতায় সজীবকে তার বাড়ি থেকে আটক করেন। এ সময় সজীব মাদক সেবনের কথা স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মা মাজেদা আক্তার জানান, তার ছেলে মো. সজীব মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতো। তাদের কখনো গালাগাল, কখনো শারীরিক নির্যাতন করত সজীব। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের অভিযোগ যাচাই করে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।