Home অন্যান্য বিনোদন অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

2

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার বাদী হয়ে এই মামলাটির আবেদন করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামি হলেন অভিনেতা ডিপজলের ব্যক্তিগত সহকারীর (পিএস) মো. ফয়সাল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here