Home নেত্রকোণা একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে নেত্রকোণায় বেলার স্কুল ক্যাম্পেইন

একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে নেত্রকোণায় বেলার স্কুল ক্যাম্পেইন

1

নেত্রকোণা প্রতিনিধি: ‎একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)’র সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খানের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন।

এতে স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি বেলার কার্যক্রম ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে “সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঝুঁকিতে মাটি, বায়ু, কৃষি, জলাশয় ও পাহাড়” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন সমাজকর্মী মেহেদী হাসান আকন্দ, বিদ্যালয়ের শিক্ষক শেফালি বেগম, আকাশ গৌড় ও এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী প্রমুখ। বক্তারা প্লাস্টিক দূষণের বর্তমান ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ কর্মসূচিতে দত্ত উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here