মোহনগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

9

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদে রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি কক্ষে ওই তিনজনকে পেয়ে তাদের শরীর তল্লাশি করা হয়। এসময় সুমনের কাছে ৮১ পিস, কাশেমের কাছে ১৯ পিস ও দুর্জয় পাঠানের কাছে ২০ পিসসহ মোট ১২০ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here