মিথ্যা অভিযোগে সামাজিকভাবে হেয় করায় এলাকাবাসীর সংবাদ সম্মেলন

10

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গঙ্গানগর মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ও বানোয়াট অভিযোগে সামাজিকভাবে হেয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুলগাঁও ও গঙ্গানগরের এলাকাবাসী।

শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টার দিকে কলমাকান্দা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাসুদ পারভেজ। এ সময় তিনি জানান, গঙ্গানগর মৌজায় অবস্থিত ০.২৬ শতক জমি দীর্ঘদিন ধরে সাফকাওলা দলিলমূলে ভোগদখলে রয়েছেন তিনি, যিনি মুলগাঁও গ্রামের বাসিন্দা।

তিনি অভিযোগ করেন, উক্ত জমি নিয়ে স্থানীয় সোহাগ খাঁ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের প্রেক্ষিতে গত ৩১ জুলাই সোহাগ খাঁ গংদের পক্ষ থেকে একটি ব্যানার ব্যবহার করে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে জমি সংক্রান্ত মূল বিষয়টিকে আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ তোলা হয়। পরবর্তীতে এসব অভিযোগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানববন্ধনের নামে জনসন্মুখে এই মিথ্যা প্রচার চালিয়ে একটি নিরীহ পক্ষকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, মো. বাবুল মিয়া, মো. খায়রুল মিয়া ও এলাকার সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here