Home নেত্রকোণা স্কুল বন্ধ ঘোষণা, ‘ফেইক’ নোটিশই আসল দাবি রিউমর স্ক্যানারের

স্কুল বন্ধ ঘোষণা, ‘ফেইক’ নোটিশই আসল দাবি রিউমর স্ক্যানারের

4

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের কারণে জেলা পুলিশ লাইন্স স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শুরু হলে নোটিশটি ‘ফেইক’ দাবি করে এ রকম নোটিশ বিদ্যালয় থেকে জারি করা হয়নি বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে রিউমর স্ক্যানার টিমের দাবি, নেত্রকোনায় এনসিপির পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণার নোটিশটি ভুয়া নয় বরং সেটি আসল।

পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, ‘তার স্বাক্ষর জাল করে কেউ হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য এরকম নোটিশ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বিষয়টি নজরে আসার পর শুক্রবার বিকেলে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান বলেন, এনসিপির সমাবেশের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। বিদ্যালয়ের ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। কেউ হয়তো প্রধান শিক্ষকের নাম ও স্বাক্ষর জাল করে বিভ্রান্তি ছড়াচ্ছিল। এ ব্যাপারে জেলা পুলিশের ফেসবুক পেজে প্রতিবাদলিপি ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে

আগামীকাল রোববার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল মাঠে এনসিপি সমাবেশ করবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

স্কুল বন্ধ ঘোষণা, ‘ফেইক’ নোটিশই আসল দাবি রিউমর স্ক্যানারের

এদিকে জেলা পুলিশ প্রশাসন পরিচালিত শহরের কুড়পাড় এলাকায় পুলিশ লাইন্স স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। ওই স্কুলে পুলিশ অবস্থান করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় নোটিশতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিকেলে ওই স্কুলের পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রদান করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here