নিজস্ব সংবাদদাতা : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দায় যুবদলের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্যসচিব সোলায়মান হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সোমবার সকালে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান। তিনি বলেন, জরুরি সভা করে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন, বড়খাপন ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিলন মিয়া ও নাজিরপুর ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আকরাম হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই দুই নেতা বিভিন্ন সময় দলের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন। এছাড়া স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখানোসহ দলীয় প্রভাব বিস্তার করা,বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে।
এ কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ওই দুই নেতার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে।