গাছ পড়ে মদন প্রেসক্লাব ভবন ঝুঁকিতে, আতংকে স্থানীয় সাংবাদিকরা

4

নেত্রকোনার মদনে উপজেলা পরিষদের গাছের মাটি ধসে পড়ে যাওয়ায় প্রেসক্লাবের ভবন ঝুঁকিতে রয়েছে। এতে আতংকে রয়েছে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা।

জানা যায়,গত কয়েক দিন পূর্বে টানা বৃষ্টিতে উপজেলা পরিষদের একটি বড় রেন্ট্রি গাছ মাটি ধসে উপজেলা পরিষদের পুকুরে পড়ে যায় প্রায় ৫০ বছরের পুরাতন এই গাছটি।এতে ঝুঁকিতে রয়েছে উপজেলা প্রেসক্লাবের একটি ভবন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনটি ।এতে আতংকে দিন পাড় করছে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ। তাই গাছটি দ্রুত কর্তন করার জন্য অনুরোধ জানান প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম আল-আমিন জানান, উপজেলা পরিষদের পুকুরের পাড়ে পুরাতন রেন্ট্রি গাছি পড়ে আমাদের প্রেসক্লাবে ঘরের পশ্চিম অংশের মাটি ধসে গেছে,তাই গাছটি দ্রতু কর্তন করার জন্য যথাযথ কৃতপক্ষের দৃষ্টি কামনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন,গাছটি পড়ে যাওয়ার বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে গাছটির ডালপালা কর্তন করা হয়েছে।এখন বন বিভাগের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে এ বিষয়ে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here