নেত্রকোনায় প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

2

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৈয়দ মশিউর রহমান ওই এলাকার সৈয়দ সোলায়মান কবীর খোকন ও তানিয়া কবীর দম্পতির ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

মশিউর রহমানের বাবা দন্তচিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর বলেন, ‘শুক্রবার রাত নয়টা পর্যন্ত বাসায় না আসায় শিক্ষকের কাছে ফোন করে জানতে পারি, সেখানেও সে যায়নি। আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার শরীরে খয়েরি রঙের গেঞ্জি, প্যান্ট ও স্যান্ডেল ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here