নেত্রকোনায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

6

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার (২১ জুন) সকালে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নেত্রকোনা মহিলা কলেজ সংলগ্ন পুকুরপাড় এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাবা বনানী বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতনভাবে গাছ লাগাতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা জানান,আজকের কর্মসূচিতে শতাধিক গাছ রোপণ করা হয়েছে। পুরো জুলাই-আগস্ট মাস জুড়ে জেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম, কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বলেন, এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি পরিবেশবান্ধব সচেতনতা তৈরির প্রয়াস, যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হন বৃক্ষরোপণে অংশ নিতে।

পরিশেষে অতিথিরা একযোগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here