কেন্দুয়া প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়ায় মরহুম আব্দুল আলী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে সায়মা শাজাহান একাডেমির খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শেখ আরিফুল ইসলাম রাফির ধারা ভাষ্যকারে ও কেন্দুয়ার অন্যতম ফুটবলার রেফারি উজ্জ্বলের পরিচালনায় প্রথমার্ধদের খেলা গোল শূন্যে সমাপ্তি টানে। পরে খেলা গড়ায় দ্বিতীয়ার্ধের টাইব্রেকারে। টাইব্রেকারেও খেলা জমে ওঠে ভীষণ প্রতিদ্বন্দ্বিতায়। এক পর্যায়ে এক শূন্য গোলে বিজয়ী হয় রেসিং লায়ন ১১। আর রানারআপের পুরস্কার জিতে নেয় স্টার ইউনিয়ন -১১।
এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার, সদস্য সচিব শান্তি খান, সায়মা শাজাহান একাডেমির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, মরহুম আব্দুল আলী ছিলেন কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ও একজন সমাজসেবক।