দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদককে না বললো শিক্ষার্থীরা

8

দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী রুসা বাংলাদেশ এর আয়োজনে মাদক ও বাল্যবিয়েকে না বলেছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রধান অতিথি হিসেবে কর্মসুচীর উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ^াস।

এ উপলক্ষে স্থানীয় ডনবসকো কলেজ মিলনায়তনে, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সেমিনারে রুসা বাংলাদেশের পরিচালক এম এন আলমের সভাপতিত্বে, ডনবসকো কলেজের প্রভাষক সিলভিয়া আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবির, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ডনবসকো কলেজের পরিচালক ফাদার কোচওয়ালিক, অধ্যক্ষ রুমন রাংসা, দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল ইমরানুল আলম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, ওসি মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে বেছে নিতে শপথ করতে হবে।

নিয়মিত পড়াশুনা করে, নিজকে দেশের যোগ্যনাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে, তোমাদের সকল বন্ধুদের বোঝাবে। আলোচনা শেষে, বাল্যবিয়ে না দেয়া এবং মাদক গ্রহন না করতে শপথ পাঠ করানো হয়। পরিশেষে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ে রোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here