নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সম্রাট নামের (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকায় ধলাই নদীতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। খবর পেয়ে মডেল থালার পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে। নিহতের স্বজনরা জানায় সম্রাটের মৃগী রোগ ছিলো যে কারণে তারা পানিতে যেতে নিষেধ করতেন।
মডেল থানার পুলিশের উপ পরিদর্শক প্রভাস চন্দ্র দাস জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।