৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

11

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার পর পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

এছাড়াও বলা হয়েছে, মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে। প্রকাশিত ফলাফলে যৌক্তিক কোনো কারণে সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যেসব প্রার্থীকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের কাছ থেকে শূন্য পদে নিয়োগের অনুমোদন প্রাপ্তির পর মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুযায়ী সুপারিশের উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগের জন্য পদ নির্ধারণ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৭৬টি পদ শিক্ষা ক্যাডারে, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন নিয়োগের জন্য নির্ধারিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here