নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কামালপুর দক্ষিণপাড়া ও শ্যামগঞ্জ বাজারের সংযোগস্থলে সোয়াই নদীর উপর বাঁশের সেতু নির্মাণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনদুর্ভোগ লাঘবে এটি একটি মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
দীর্ঘদিন ধরে সোয়াই নদীর উপর একটি স্থায়ী সেতুর অভাব এলাকায় চলাচলের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করেছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন বাস্তবতায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে নির্মিত হলো এই বাঁশের সেতু।
সেতুটি কামালপুর শালদিঘা গ্রামের সঙ্গে শ্যামগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করেছে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
সেতু নির্মাণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ও মজলুম জননেতা অধ্যাপক মাছুম মোস্তফা।
তিনি বলেন, “মানুষের দুঃখ-কষ্ট দূর করা এবং প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোই ইসলামী রাজনীতির অন্যতম উদ্দেশ্য। আমরা সবসময়ই মানুষের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকব।”
এমন একটি জনবান্ধব উদ্যোগ বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্থায়ী সেতু নির্মাণে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।