রাস্তার কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে অর্ধলাখ বাসিন্দা

10

নেত্রকোনার মদন-ফতেপুর রাস্তার কাজ ফেলে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের অর্ধলাখ বাসিন্দা। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মদন-ফতেপুর রাস্তার ১৩ কিলোমিটারের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে তিন কিলোমিটারের কাজ পায় ইউনুস ব্রাদার্স নামের চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বরাদ্দ দেওয়া হয় দুই কোটি ৬০ লাখ টাকা। কাজটি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে সামান্য কাজ করেই উধাও হয়ে যান ঠিকাদার। এতে দুর্ভোগে পড়েছেন অর্ধলাখ মানুষ। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৮ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাহী প্রকৌশল অফিস।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি বলেন, ‘১৩ কিলোমিটার রাস্তার মধ্যে তিন কিলোমিটারের কাজ শুরু হয়েছিল। মানুষ আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু সামান্য কাজ করেই কেন বন্ধ হয়ে গেছে জানি না। রাস্তাটির অবস্থা খুবই নাজেহাল। এটি দ্রুত সংস্কার করা উচিত।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এসএম শাহদাত হোসেন বলেন, ১০-১৫ শতাংশ কাজ করেই আর কোনো কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হলে তিনি ঠিকাদারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।

নেত্রকোনা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উপযুক্ত জবাব না পেলে ওই ঠিকাদার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here