Sunday, September 7, 2025
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা

কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা

6

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভুইঁয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সঞ্চালনায় ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, তাতীদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সাইফুল আলম ভুইঁয়াসহ প্রমুখ।

পরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভুইঁয়া কেক কেটে উপজেলার বিভিন্ন দলীয় সংগঠনের নেতৃবৃন্দদের কেক খাইয়ে মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়াও পৃথকভাবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here