কলমাকান্দা প্রতিনিধি : ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইনভিত্তিক ‘তীর কাউন্টার’ জুয়ার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে উপজেলার লেংগুড়া ইউনিয়নের রাজনগর এলাকা থেকে মোঃ আইনুল মিয়া (২৮) ও মোঃ সুমন মিয়া (৩৭) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা দুজনেই রাজনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে। কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, শুক্রবার বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক অন্যান্য অনলাইন জুয়াড়িদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং একইসাথে দীর্ঘদিন ধরে সক্রিয় এই অনলাইন জুয়া চক্রের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।