রাতে বাড়ি ফেরেননি, সকালে পাওয়া গেল স্বর্ণ কারিগরের মরদেহ

7

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া বিশরপাশাগামী সড়কের পাশে একটি খালি ভিটে থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাতে বাড়ি ফেরেননি, সকালে পাওয়া গেল স্বর্ণ কারিগরের মরদেহ

 

পরে সবার ডাক চিৎকারে স্ত্রী চামেলি সরকার এলাকবাসীর সহায়তায় মরদেহ বাড়ি আনে।
 
এর আগে শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বেড়িয়ে গেলে রাতে না ফেরায় স্ত্রী মোবাইলে রাতের খাবারের কথা জানতে চাইলে দেরি হবে আসতে বলে তাদের ঘুমিয়ে পড়তে বলে।
এরপর শনিবার সকালে আশপাশের মানুষ মৃতদেহ দেখে ডাক চিৎকার দিলে স্ত্রী গিয়ে দেখেন মদের বোতলসহ ঘুমের ঔষধ পড়ে রয়েছে পাশে। নাকে মুখে জখমের চিহ্ন।
 
কলমাকান্দা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

বিশ্বজিৎ কর চকপাড়া (হিন্দু  পাড়া) গ্রামের অনিল করের ছেলে। তিনি পেশায় স্বর্ণ কারিগর ছিলেন বলে জানায় পুলিশ।
 
কলমাকান্দা থানার পরিদর্শক মো. লুৎফর রহমান স্ত্রী ও পরিবারের বরাত দিয়ে জানান, অতিরিক্ত মদ পান করেছিল। পাশে টেনিল ট্যাবলেটের পাতা পড়ে থাকতে দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here