ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪  

হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি শুরু

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে একদিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আজ বেলা সাড়ে ১১টা থেকে ভারতের সঙ্গে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সব কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামাল বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং আজও সেটি স্বাভাবিক আছে। 

ব্যবসা বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়