ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

সারের কোনো সংকট হবে না : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২৮ আগস্ট ২০২৪  

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দেশ থেকে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৩০ হাজার মেট্রিক টন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন। এছাড়া, কাতার থেকেও ত্রিশ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে।অন্যদিকে, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়