ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

শেরপুরে নতুন জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক প্রচার অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪  

শেরপুরে নতুন জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক প্রচার অভিযান

শেরপুরে নতুন জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক প্রচার অভিযান

শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে শহরের ব্যস্ততম থানা মোড় থেকে নিউমার্কেট মোড় পযর্ন্ত রাস্তার দু’পাশে জনদুর্ভোগ সৃষ্টি করে মার্কেটের সামনে ফুটপাতের রাস্তা বন্ধ করে মালামাল রেখে বাধা সৃষ্টি, সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তার দুই পার্শ্বে ড্রেনের স্লাবে ভ্রাম্যমাণ দোকান, রাস্তায় যানজট তৈরি করে নির্মাণাধীন দোকানের সাইনবোর্ড ও বিভিন্ন মালামাল রাখা, রাস্তার দুই পার্শ্বে মটরসাইকেল রেখে মানুষের চলাচলের জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে সর্তক্ মুলক সচেতনতামূলক প্রচার-প্রচারনা ও সড়কের দুপাশে মালামালসহ অন্যান্য কিছু রেখে ফুটপাত দখল করে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করায় সেগুলো অপসারণ করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।বৈষম্যের যাঁতাকলে বাংলাদেশ আজ জর্জরিত, কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, বাংলাদেশের সবখানেই বৈষম্য। বৈষম্যের মূলেই হল দেশাত্মবোধের অভাব।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে একটি নতুন সমাজ নতুন রাষ্ট ও দুর্নীতির যাঁতাকল থেকে দেশকে মুক্ত রাখি । একপর্যায়ে সাধারণ মানুষের সাথে মোলাকাত করেন ও সুন্দর বাচনভঙ্গিতে কথাবার্তা বলেন , এতে সাধারণ মানুষও অনেক খুশি, কারণ- শেষটা পযর্ন্ত সাধারণ মানুষ বুঝে উঠতে পারিনিই তিনিই শেরপুরের নতুন পুলিশ সুপার ।এসময় রাস্তায় বহু মানুষের সমাগম ঘটলে ছুটে আসেন দায়িত্বরত ট্রাফিকের টিআই আশরাফুর রহমানসহ, টিআই -২ ট্রাফিক সার্জন্ সহ অনেকেই ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়