ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ম্যাচসেরার অর্থ পুরস্কার বন্যার্তদের দান করলেন মুশফিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৫ আগস্ট ২০২৪  

ম্যাচসেরার অর্থ পুরস্কার বন্যার্তদের দান করলেন মুশফিক

ম্যাচসেরার অর্থ পুরস্কার বন্যার্তদের দান করলেন মুশফিক

দলের গুরুত্বপূর্ণ সময়ে বাইশ গজে আকড়ে থেকে দারুণ এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি না পেলেও ৩৪১ বলে ২২ চার ও এক ছক্কায় ১৯১ রানের নান্দনিক ইনিংস খেলেন। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে অগ্রণী ভূমিকা রাখায় ম্যাচসেরার পুরস্কারটা তার হাতেই উঠেছে। অর্থ পুরস্কারটা অবশ্য তিনি নিজে নিচ্ছেন না। দেশের বন্যার্তদের অনুদান দিলেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমার দেশের জন্য ভালো করা আমাকে অনুপ্রাণিত করে। আমি একটি ঘোষণা দিতে চাই। বাংলাদেশে বন্যা হয়েছে। আমার পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দান করতে চাই।’ 

ম্যাচসেরা হিসেবে ৩ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন মুশফিক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ২৮ হাজার টাকার বেশি। 

টেস্টে আগে তিনটি ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। রাওয়ালপিন্ডিতে অল্পের জন্য সেই মাইলফলকে পা রাখতে না পারলেও এটিকেই নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি হিসেবে দাবি করলেন ৩৭ বর্ষী অভিজ্ঞ ক্রিকেটার।  

‘এটি এখন পর্যন্ত আমার সেরা ইনিংসগুলোর একটি। কারণ আমরা বিদেশে এতটা ভালো করতে পারিনি। টি-২০ বিশ্বকাপের পর দেশে ফিরে এবং পাকিস্তানে এসে সব খেলোয়াড়ই ভালো প্রস্তুতি নিয়েছিল। টেস্ট সিরিজের আগে আড়াই মাসের ব্যবধান ছিল। আমি কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার দেশের জন্য ভালো করাটা আমাকে অনুপ্রাণিত করে।’

সর্বশেষ
জনপ্রিয়