ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

ময়মনসিংহ বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে : আশরাফুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪  

ময়মনসিংহ বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে : আশরাফুর রহমান

ময়মনসিংহ বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে : আশরাফুর রহমান

ময়মনসিংহে যেমন উন্নতি হওয়ার দরকার ছিল, তেমনটা হয়নি। ময়মনসিংহ বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে। শিঘ্রই যানজট মুক্ত নগরী গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেছেন ময়মনসিংহের নয়া ডিআইজি মো: আশরাফুর রহমান।গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পুলিশ হবে আইনের। আইনের ধারায় যা আছে, পুলিশ হবে তা। কোনো বাধায় আমরা পিছ পা হবো না। মামলায় কোনো মানুষ যেন হয়রানি না হয় তা খেয়াল রাখা হবে। ওসির বদলিতে কোন তদবির চলবেনা। ওসি অপরাধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। পুলিশের প্রতি জনগণের যে আস্থা নষ্ট হয়েছে, আমরা তা ফিরিয়ে আনবো। এখানে পুলিশ সদস্যদের কিছুটা সংকট রয়েছে, পুলিশ সদস্যের সংখ্যা বাড়াতে হবে। পুলিশ বাদী হয়ে কোনো মামলা করবে না। যেকোনো মামলা তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে। আলাপচারিতায় সাংবাদিকরা নগরীর যানজটের সমস্যা তুলে ধরলে ডিআইজি বলেন, যানজট নিয়ে দীর্ঘদিন ধরেই বসবাসকারী নাগরিকদের অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় যানজট নিরসনের জন্য নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুতই সমাধান করা হচ্ছে। শিঘ্রই যানজট মুক্ত নগরী গড়ে তোলা হবে। সাংবাদিকরা নগরীর প্রতিটি যানজটপূর্ন এলাকায় ৫/৬ জন করে ট্রাফিক পুলিশ দেয়ার প্রস্তাবে ডিআইজি আশ্বস্ত করেন। এসময় ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মোঃ শামসুল আলম খান, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হক লিটন, আব্দুল হাফিজ, আশিকুর রহমান মিঠু, মোঃ আল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে পেশাদার, সৎ, মেধাবী ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত মো: আশরাফুর রহমান গত সপ্তাহে যোগদান করেছেন। ১৫ বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগদান করেন। ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি হিসেবে নিয়োগের আগে তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। চৌকষ কর্মকর্তা হিসেবে মো: আশরাফুর রহমান পুলিশ সুপার হিসেবে চাপাইনবাবগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও সিলেট জেলায় দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ডিআইজি মো: আশরাফুর রহমান জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বাসিন্দা।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়