ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

বাংলাদেশে যা যা করবেন ডোনাল্ড লু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৪  

বাংলাদেশে যা যা করবেন ডোনাল্ড লু

বাংলাদেশে যা যা করবেন ডোনাল্ড লু

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ৫ সদস্যের প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন এ প্রতিনিধি দলে আছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ওয়াশিংটন থেকে দিল্লি হয়ে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন তিনি।

ঢাকায় ডোনাল্ড লু’র কর্মপরিকল্পনা
বিকেল ৩টা ২৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ডোনাল্ড লু। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ৩টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের উদ্দেশে রওনা করবেন। ৪টা ১৫ মিনিটে হোটেলে পৌঁছে আজ সেখানেই অবস্থান করবেন তিনি।

রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে হোটেল থেকে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্দেশে রওনা দেবেন ডোনাল্ড লু। সেখান থেকে ৮টা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যাবেন সকাল ৮টা ১৫ মিনিটে। সকাল ৯টার দিকে সেখানে একটি বৈঠক শেষে সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি। সেখানে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এরপর পুনরায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিরে আরেকটি বৈঠক করে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের অধীন অ্যাডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে যাবেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন ডোনাল্ড লু। বিকেল ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়