ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

বন্যার্তদের সহায়তা : এক কোটি ১৬ লাখ টাকা দিলেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২৬ আগস্ট ২০২৪  

বন্যার্তদের সহায়তা : এক কোটি ১৬ লাখ টাকা দিলেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তা : এক কোটি ১৬ লাখ টাকা দিলেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। তাদের সহায়তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের বেতনের সমপরিমাণ মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছেন।গতকাল রোববার (২৫ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে ১২টি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়েছে।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট এক দিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলো এসব চেক জমা দিয়েছে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়