ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

পররাষ্ট্র সচিব হচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২ সেপ্টেম্বর ২০২৪  

পররাষ্ট্র সচিব হচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

পররাষ্ট্র সচিব হচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। 

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাসুদ বিন মোমেনকে বিদায় দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মাসুদ বিন মোমেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। তিনি কর্মকর্তাদের জানান, নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।সন্ধ্যায় বিদায় অনুষ্ঠান শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমে জানান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়