ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৪  

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থান, জনগণ কীভাবে সুফল পাবে? শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পযন্ত বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে কেন্দুয়ার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে নাহিদ হাসান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, শিক্ষক আবুল কালাম আজাদ, মোঃ লুৎফর রহমান, সৈয়দ রায়হান উদ্দিন, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক প্লাবন, সিয়াম, হুমায়ুন ভূঞা, রফিকুল, সোহাগ, সাইমন, পিজিক্যালী চ্যালেঞ্জ জুনায়েদুল হক ফারুক, হুমায়ুন আহমেদ অর্ক প্রমুখ ।বক্তারা আগামী বাংলাদেশ বিনির্মানে দিক নির্দেশনা দেন এবং ছাত্র ও সুধীসমাজের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, আবুল কাশেম, কাউসার, শিক্ষক সাফায়েত আহমেদ, মানবিক কেন্দুয়া গ্রুপের এডমিন সৌরভসহ ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়