ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

দেশটাকে চোরের দেশে পরিণত করেছিল : ধর্মবিষয়ক উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮, ৭ সেপ্টেম্বর ২০২৪  

দেশটাকে চোরের দেশে পরিণত করেছিল : ধর্মবিষয়ক উপদেষ্টা

দেশটাকে চোরের দেশে পরিণত করেছিল : ধর্মবিষয়ক উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত সরকার দেশটাকে চোরের দেশে পরিণত করেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটাকে ভালো মানুষের দেশে পরিণত করতে চায়। পবিত্র হাদিসের বাণী হারাম খাদ্য দিয়ে যে শরীর গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। অথচ দুঃখজনকভাবে বিগত সরকারের আমলে এমন সব লোকেরা জাতীয় ব্যাংক ও বাজার লুটপাট করেছে, যাদের অনেকের বাহ্যিক অবয়ব দেখলে পাক্কা নামাজির মতো মনে হবে। তিনি বলেন, রাসুল (স.) এর ভালোবাসা ও সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের জাতীয় জীবনের কল্যাণ ও সাফল্য নিহিত। জাতীয় জীবনে সুন্নাতের অনুসরণ না থাকায় আমরা বারবার পথ হারাচ্ছি।

গতকাল রাজধানীর ফার্মগেটে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন। খতিব মওলানা জাফর আহমদের সভাপতিত্বে ও ড. মুহাম্মদ ঈসা শাহেদীর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন আবদুল মালেক মোল্লা, ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রফেসর ড. মাহফুজুর রহমান, প্রফেসর ড. রহমান হাবিব, প্রফেসর ড. মুঈনুল হক, প্রফেসর ড. এ কে এম মাসুম, মোহাম্মদ গোলাম মোস্তফা।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়