ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

দুর্গাপূজার বরাদ্দ বাড়াল অন্তর্বর্তী সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৪  

দুর্গাপূজার বরাদ্দ বাড়াল অন্তর্বর্তী সরকার

দুর্গাপূজার বরাদ্দ বাড়াল অন্তর্বর্তী সরকার

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বরাদ্দ বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর সম্ভাব্য মণ্ডপের সংখ্যা ৩২ হাজার হতে পারে। আর পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা দেওয়া হয়েছে। আর সীমান্ত এলাকায় পূজা দেখার জন্য ভারত-বাংলাদেশের মধ্যে মানুষ যাতায়াত না করে সেজন্য অনুরোধ করা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে যেসব হামলা হয়েছে। গত কয়েক বছরে কুমিল্লার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে যে হামলা হয়েছে তার বিচার চাওয়া হয়েছে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়