ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে টাইগারদের দুই ধাপ উন্নতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২৬ আগস্ট ২০২৪  

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে টাইগারদের দুই ধাপ উন্নতি

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে টাইগারদের দুই ধাপ উন্নতি

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন। দুই ধাপ এগিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে পাঁচ খেলায় ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ২৪। শতকরা ৪০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে টিম টাইগার্স। 

সফরকারীদের দারুণ বিজয়ের ফলে এক ধাপ করে নিচে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ছয় ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে প্রোটিয়ারা ২৮ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৩৮.৮৯। পাকিস্তান শতকরা  ৩০.৫৬ পয়েন্ট নিয়ে আটে নেমেছে। দলটি ছয় খেলায় ২ জয়ে পেয়েছে ২২ পয়েন্ট। ধীরগতির ওভাররেটের কারণে পাকিস্তানের ২ পয়েন্ট কাটা গেছে।

বাংলাদেশের সমান পাঁচ খেলায় ২ জয়ে ২৪ পয়েন্ট ও  শতকরা ৪০ শতাংশ পয়েন্ট পেলেও পাঁচ নম্বরে অবস্থান করছে শ্রীলংকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চক্রে সবার উপরে আছে ভারত। হিসাব অনুযায়ী, টিম ইন্ডিয়ার শতকরা পয়েন্ট ৬৮.৫২ শতাংশ। নয় খেলায় ৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।

সর্বশেষ
জনপ্রিয়