ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রথম চ্যালেঞ্জ : এ এফ হাসান আরিফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২ সেপ্টেম্বর ২০২৪  

জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রথম চ্যালেঞ্জ : এ এফ হাসান আরিফ

জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রথম চ্যালেঞ্জ : এ এফ হাসান আরিফ

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে নতুন সরকার এসেছে, তাই মানুষের প্রত্যাশা পূরণই এ সরকারের প্রথম চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়াই প্রধান লক্ষ্য।সোমবার মন্ত্রণালয়ের ভূমি ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন তিনি। এ সভায় স্বাগত বক্তব্যে ভূমি সচিব মো. খলিলুর রহমান মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

এ সময় প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়। বিভিন্ন প্রজেক্টের তথ্য ও সফটওয়্যার দ্বারা কিভাবে জমি-জমার কাজ পরিচালিত হবে সেগুলোর তথ্য জানানো হয় ভূমি উপদেষ্টাকে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়