ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

চলমান উদ্যোগ শক্তিশালী করা প্রয়োজন : পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ২ সেপ্টেম্বর ২০২৪  

চলমান উদ্যোগ শক্তিশালী করা প্রয়োজন : পরিবেশ উপদেষ্টা

চলমান উদ্যোগ শক্তিশালী করা প্রয়োজন : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধান এবং চলমান উদ্যোগগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেছেন। গতকাল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সচিবালয়ে রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রিজওয়ানা হাসান বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক অংশীদারিত্ব এবং নতুন উদ্ভাবনী সমাধানের গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির মধ্যে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ভূমি ব্যবস্থাপনা এবং ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পরিমাণ হ্রাস করা। এর আগে ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের নেতৃত্বে একটি ফরাসি প্রতিনিধি দল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। বন সংরক্ষণ, আন্তসীমান্ত বায়ুদূষণ, নদীদূষণ, বাস্তুতন্ত্র সংরক্ষণ, শিল্পদূষণ, পার্বত্য এলাকার সংরক্ষণ এবং সুন্দরবন, শালবন ও পার্বত্য চট্টগ্রাম রক্ষা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞার জরুরি প্রয়োগ, জলবায়ু কর্ম সহযোগিতা, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, উপকূলীয় বনায়ন এবং অভিযোজন চুক্তির বিষয়টিও আলোচনায় স্থান পায়।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়