ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

কবিতা : আমার জন্য তেমনই তুমি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ২৬ আগস্ট ২০২৪  

কবিতা : আমার জন্য তেমনই তুমি

কবিতা : আমার জন্য তেমনই তুমি

সকালবেলায় পাখির ডাকে
ঘুম ভেঙেছে কখনো?
অথবা বেলিফুলের কড়া গন্ধে
ঘুম ভেঙে যাওয়ার অনুভূতি?
—আমার জন্য তেমনই তুমি,
কারণ ঘুম ভাঙলে এখন তোমাকেই দেখি।

একরাশ রাধাচূড়া বর্ষায় হলুদ রঙে
আকাশ ছুঁতে চাওয়ার বাহানা যেমন,
আমার কাছে তোমাকে পাওয়ার
ব্যাকুলতা ঠিক তেমন।

জলে দুলতে থাকা কচি ঘাসের ওপর
ঘাসফড়িংয়ের মূর্তমান হয়ে থাকা দেখেছো কখনো?
আমার কাছে তোমার দেওয়া প্রতিজ্ঞাও তেমনই;
দুলবে কিন্তু ছাড়বে না।

একরাশ সাদা-কালো মেঘের বহর দেখেছো তুমি
মিলে মিশে কেমন বর্ষার আকাশ সাজায়,
তোমায় নিয়ে আমিও এমন একটা আকাশ সাজিয়েছি।

পাহাড়ের আঁকাবাঁকা পথ দেখেছো নিশ্চয়ই?
জীবন আমার যতই বাক নিক না কেন,
আমি তোমার হাতেই হাত রেখে চলেছি অনন্তকাল।
ভালোবাসি বলে,
ভালোবাসবো বলে।

সর্বশেষ
জনপ্রিয়