ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

কবিতা : অমরতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৫ আগস্ট ২০২৪  

কবিতা : অমরতা

কবিতা : অমরতা

“আমি এই শরীর নই।
এই শরীর দ্বারা আমি সীমাবদ্ধ নই।
আমি সীমাহীন জীবন।
আমি কখনোই জন্ম নেইনি
এবং কখনোই মরিনি।
সাগর ও তারাভরা আকাশের পানে তাকাও,
যেগুলো আমার বিস্ময়কর সত্য মনের প্রকাশ।
সময়ের আগে থেকেই, আমি মুক্ত।
জন্ম ও মৃত্যু কেবলই দরজা, যেগুলো দিয়ে আমরা
 পার হয়ে যাই ভ্রমণের পবিত্র সীমানাগুলো। 
জন্ম ও মৃত্যু হলো একটা  লুকোচুরির খেলা।
সুতরাং আমার সাথে হাসো,
আমার হাত ধরো,
এসো দু'জনে মিলে বলি বিদায়,
বলো বিদায়, আবার শীঘ্রই দেখা করার জন্যে।
আমরা আজ দেখা করি।
আগামীকাল আবার দেখা করব।
উৎসের কাছে আমাদের দেখা হবে প্রতি মুহূর্তে।
আমাদের পরস্পরের দেখা হবে জীবনের প্রতিটি অবয়বে।”

সর্বশেষ
জনপ্রিয়