ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূসের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২৫ আগস্ট ২০২৪  

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠেই ঐতিহাসিক টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।এর আগে রোববার দুপুরে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এটা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।এই জয়ের মাধ্যমে টেস্টখেলুড়ে দলগুলোর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সবাইকে পরাজিত করেছে বাংলাদেশ।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়